প্রকাশিত: Mon, Aug 28, 2023 3:24 PM
আপডেট: Sat, May 10, 2025 12:41 AM

[১]হেলিকপ্টার বানিয়েছেন রংপুরের মেকানিক ইকবাল [২]উড়ানোর অনুমতি চেয়ে ইউএনও’র কাছে চিঠি

সাইদুজ্জামান রিপন, বদরগঞ্জ, রংপুর: [৩] ইকবাল হোসেনের  বাড়ি  বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা মহল্লায়। ১২-১৩ বছর বয়সেই কাজ নেন  মোটরসাইকেল গ্যারেজে। গড়ে তুলেছেন ইকবাল গ্যারেজ নামে একটি ওয়ার্কশপ। 

[৪] এক যুগ আগে থেকে তার স্বপ্ন একটি উড়োজাহাজ নির্মাণ করবেন। ছয় বছর পূর্বে একটি  হেলিকপ্টার নির্মাণও করেছিলেন। কিন্তু লোকজন বিভিন্ন রকম ভয় দেখালে সেটি চালিয়ে দেখার আশা হারিয়ে ফেলেন। এ বছর আবার হেলিকপ্টার বানিয়েছেন, এতে তার খরচ হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। 

[৫] তিনি দাবি করেন, ছয়জন যাত্রী নিয়ে তার হেলিকপ্টার দেশের যে কোনো গন্তব্যে যেতে সক্ষম। তাই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর দরখাস্ত করেছেন।

[৬] ইউএনও আবু সাঈদ বলেন, ইকবাল হোসেন তার নির্মিত হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে উড়াতে চেয়ে দরখাস্ত করেছেন। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে আলোচনা করছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব